তালেবানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন ইমরান খান

এবার জাতিসং'ঘে আ’ফ’গানিস্তানের তা'লে'বান সরকারের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর'্থন চাইলেন পাকি'স্তানের প্রধানমন্ত্রী ইমর'ান খান।

একই সঙ্গে তিনি দ্রুত কাশ্মির সমস্যা সমাধানেরও আহ্বানও করেন। জাতিসং'ঘের ৭৬ তম অধিবেশনে এক ভিডিওবার্তায় তিনি এই আর্জির কথা জানান। খবর ডনের।

পাকি'স্তানের প্রধানমন্ত্রী ইমর'ান খান বলেন, সমস্যা সমাধানের একটিই উপায় আছে। আর সেটি হলো আ’ফ’গানিস্তানের বর্তমান সরকারকে শক্তিশালী ও স্থিতিশীল করা। আ’ফ’গানিস্তানের জনগণের জন্যই সেটি প্রয়োজন।

Interesting For You

ইমর'ান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, এর অন্যথা হলে যু'দ্ধবিধ্বস্ত দেশটি স'ন্ত্রাসের অভ'য়ারণ্যে পরিণত হবে।

গত ১৫ আগস্ট আ’ফ’গানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে সরিয়ে কাবুলের শাসনভার গ্রহণ করে তা'লে'বান। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি।