ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বান্দরবানের রুমা উপজেলায় এক ছাত্রীকে ধ'র্ষণ, ভিডিও চিত্র ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হু’মকির অ'ভিযোগে করা মাম'লায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রে''প্ত ার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রুমা বাজার এলাকা থেকে তাঁকে গ্রে''প্ত ার করে পু'লিশ।

গ্রে''প্ত ার ওই শিক্ষকের নাম সমর' কান্তি দত্ত (৫৬)। তিনি উপজেলার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি চট্টগ্রামের লো'হাগাড়া উপজেলায়।

মাম'লার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। এরপর সে শিক্ষক সমর' কান্তি দত্তের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়া শুরু করে। একদিন প্রাইভেট পড়ানোর সময় তিনি ছাত্রীকে ধ'র্ষণ করেন এবং ধ'র্ষণের ভিডিও চিত্র ধারণ করেন।

Interesting For You

ভয়ে-ল'জ্জায় মেয়েটি ঘটনাটি কাউকে এত দিন জানায়নি। ওই ঘটনার পর থেকে সমর' দত্ত বিভিন্ন সময় বিয়ের কথা বলে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হু’মকি দিয়ে তাঁর কাছে যেতে বলতেন। কিন্তু মেয়েটি তাঁর কাছে আর যাচ্ছিল না। গত বুধবার ভিডিও চিত্রটি মেয়েটির মুঠোফোনে পাঠান। মেয়েটি ঘটনা তার বড় বোনকে খুলে বলে।

এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন গতকাল রাতে রুমা থা'নায় নারী ও শিশু নি'র্যা'তন দমন এবং প'র্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মাম'লা করেন। মাম'লার পর পু'লিশ অ'ভিযান চালিয়ে অ'ভিযুক্ত শিক্ষককে গ্রে''প্ত ার করে।

রুমা থা'নার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, নারী ও শিশু নি'র্যা'তন দমন এবং প'র্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিক্ষক সমর' কান্তি দত্তকে গ্রে''প্ত ার করা হয়েছে। আজ তাঁকে আ'দালতে পাঠানো হয়েছে।
সূত্রঃ প্রথম আলো