
এক সময়কার প্রতাপশালী প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এখন অনেকটাই কোনঠাসা। যুক্তরা'ষ্ট্রের নিষে'ধাজ্ঞায় পড়েও নানা উপায়ে ঘুরে দাঁড়ানোর চে'ষ্টা করছে প্রতিষ্ঠানটি। আবারও নিজস্ব তেজ নিয়ে বাজারে ফিরতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরা'ষ্ট্রের বাইরে অন্য কোনো দেশ থেকে চিপ সংগ্রহের চে'ষ্টা অব্যা'হত রেখেছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের কর্মকর্তা পরিচয়ে সম্প্রতি এক ব্যক্তি দাবি করেন, হুয়াওয়ে ফাইভজি হ্যান্ডসেট নিয়ে আবারো বাজারে ফিরতে যাচ্ছে।
এদিকে মা'র্কিন নিষে'ধাজ্ঞার জেরে ফাইভজি উপযোগী চিপসেটও আম'দানি করতে পারছে না হুয়াওয়ে। কিন্তু তারপরও কথা রটেছে– নিকট ভবি'ষ্যতে ফাইভজি হ্যান্ডসেট বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যদি খবরটি সত্যি হয়, তাহলে ‘অ'সম্ভবকে সম্ভব করা’র মতোই হবে ব্যাপারটি।
এদিকে বর্তমান বাজারে আসা মেট ৪০ই মডেলের স্মা'র্টফোনে ফাইভজি বান্ধব চিপ সীমিত পরিসরে হলেও জারি রেখেছে হুয়াওয়ে। এদিকে, এর পরে বাজারে আসা বড় বাজেটের আরেকটি মডেলে (মেট ৫০) কিন্তু ফোরজিই ব্যবহার হচ্ছে। এ কারণে ধারণা করা হচ্ছে, নিষে'ধাজ্ঞার আগে সরবরাহ করা চিপ ব্যবহার করেই এমনটি করা হচ্ছে।
হুওয়াওয়ের ভিন্ন কৌশলটির খবর, শুধুমাত্রই সূত্র। যেহেতু কথাটি নির্ভরযোগ্য সূত্র থেকে আসেনি, সেহেতু এটাকে স্রেফ ধারণার বাইরে বেশি কিছু মনে করাটাও এই মুহূর্তে ঠিক হবে না। তবে ব্যাপকভাবে যে ফাইভজি চিপ এখনই হুয়াওয়ে ব্যবহার করতে পারবে না, এটা অন্তত নিশ্চিত।
ডেইলি বাংলাদেশ