
বিনোদন ডেস্ক- বলিউডের পর্দায় একসময় রূপ-শরীরের আবেদন ছড়িয়েছেন মালাইকা আরোরা। বিভিন্ন আইটেম গানে তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা আনন্দ দিত। যদিও এখন তিনি সিনেমায় কাজ করেন না বললেই চলে। তবে তার আবেদন কমেনি বিন্দুমাত্র। এখনো নিজেকে পুরোপুরি ফিট রেখেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই খোলামেলা ছবি শেয়ার করেন মালাইকা। কখনো জিমের পোশাকে কখনো ঝলমলে পোশাকে কাঁপন ধ’রান অনুসারীদের হৃদয়ে। কিন্তু মালাইকার হৃদয়ে স্পন্দন তৈরি করে কে? কেমন পু’রুষ তার পছন্দ? সম্প্রতি সেই কথাই জানালেন এই মডেল-অ'ভিনেত্রী।
মালাইকা বলেন, “আমা'র পছন্দের পু’রুষকে একটু রাফ 'হতে হবে। ক্লিন শেভ করা ‘চিকন’ কেউ নয়। দুর্দান্ত ফ্লার্ট করতে পারে, এবং অবশ্যই ভালো চুমু খেতে পারে, এমন পু’রুষ পছন্দ আমা'র।”
অ’পছন্দের দিকটাও জানাতে ভুল করেননি মালাইকা। জানালেন, যেসব পু’রুষ পরনিন্দা-পরচর্চা করে, তাদের একদমই পছন্দ করেন না তিনি।
মালাইকা আরোরা ব্যক্তিগত জীবনে অ'ভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এ জুটির প্রেমের সম্পর্কের বি'ষয়টি প্রায় সবারই জানা।
মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন মালাইকা। সম্প্রতি এ অ'ভিনেত্রীর পাশে একটি ফ্ল্যাট কিনেছেন অর্জুন কাপুর। গু'ঞ্জন রয়েছে খুব শিগগির বিয়ে করবেন তারা। এ বি'ষয়ে জানতে চাইলে মালাইকা বলেন—‘আমর'া এখনো বিয়ের সি'দ্ধান্ত নিইনি। আমর'া সময়টা উপভোগ করছি।’
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আব'দ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আ'দালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আ'দালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।