বাবা-মা ক্ষমা করো’ লিখে পাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা

সু'ইসাইড নোটে ‘বাবা-মা ক্ষ'মা করো, গু'ড বাই’ লিখে গলায় ফাঁ'স দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ) এক শিক্ষার্থী আ'ত্মহ'ত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার এক ছাত্রাবাস থেকে তার মৃ'তদে'হ উ'দ্ধার করে পু'লিশ।

ওই শিক্ষার্থীর নাম তাহমিদুর রহমান জামিল (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার বজলার রহমানের ছেলে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন জামিল।

Interesting For You

পু'লিশ সূত্র জানায়, তার কক্ষ থেকে একটি সু'ইসাইড নোট উ'দ্ধার করা হয়েছে। উ'দ্ধারকৃত নোটে লেখা ছিল ‘বাবা-মা ক্ষ'মা করো। গু'ড বাই।’ এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থী আ'ত্মহ'ত্যা করেছেন।

সহপাঠিদের বরাত দিয়ে পাবনা সদর থা'নার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার সাফল্য ছাত্রাবাসে থাকতেন শিক্ষার্থী তাহমিদুর রহমান জামিল।

পারিবারিক বি'ষয় নিয়ে কিছুদিন ধরে মানসিক অ'স্থিরতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রাবাসে নিজের কক্ষে ফ্যা'নের হুকের সাথে ব্যাগের বেল্ট গলায় পেঁচিয়ে আ'ত্মহ'ত্যা করেন।

তার সাঁড়া শব্দ না পেয়ে কক্ষের দরজা খুলে তাকে ঝুলতে দেখে থা'নায় খবর দেন তার সহপাঠিরা। পরে পু'লিশ গিয়ে তার ঝু'লন্ত লা'শ উ'দ্ধার করে।