
বিনোদন ডেস্ক- আলোচিত ‘বাবু খাইছো’ গানের শিরোনাম, কথা, সুর চুরি ও 'বিকৃত করার অ'ভিযোগে হিরো আলম ও আতাউর রহমান মমের বিরু'দ্ধে ডিজিটাল নিরাপ'ত্তা আইনে মাম'লার সাক্ষ্য প্রমাণে সত্যতা খুঁজে পায়নি তদ'ন্ত সংস্থা সিআইডি।
তবে সিআইডির দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি দেবেন মাম'লার বাদী সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর শাহরিয়ার মাসুম।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বি'ষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২১ সেপ্টেম্বর মাম'লার তদ'ন্ত সংস্থা সিআইডি এ মাম'লায় প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে আ'সামিদের বিরু'দ্ধে সত্যতা খুঁজে পাওয়া যায়নি বলে তদ'ন্তকারী কর্মকর্তা সিআইডি উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন উল্লেখ করেন। মাম'লার বাদী প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে আ'দালতকে জানান। আ'দালত এ বি'ষয় শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন।
মাম'লার তদ'ন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন প্রতিবেদনে উল্লেখ করেছেন, বাবু খাইছো শিরোনামের দুটি গানের শুধুমাত্র বাবু খাইছো শব্দ ছাড়া গানের অন্যান্য কথা ও সুরের মধ্যে হুবহু কোনো সাদৃশ্য পাওয়া যায়নি। প্রকাশিত গানের বাবু খাইছো শিরোনামের জন্য গানটি জনপ্রিয় হয়েছে।
এ দুটি শব্দ, উপস্থাপনের প্রকাশভঙ্গি ও সুর সাদৃশ্যপূর্ণ হওয়ায় পরে প্রকাশিত গানের জনপ্রিয় অংশের কপি করা হয়েছে। বাবু খাইছো শব্দের প্রাধান্য দিয়েই গানটি পরিবেশিত হয়েছে মর'্মে কপি রাইট বিশেষজ্ঞের মতামত থেকে জানা যায়। তবে কপিরাইট আইন-২০০০ এর ৬০ ধা'রায় কোনো কর্মের কপিরাইট রে'ডিস্ট্রেশন করা হলে ওই কপিরাইট সনদ সব আ'দালতের মূল দলিল বা মূল কপির উপস্থাপন ব্যতীত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হলেও মাম'লার বাদী কিংবা বিবাদীদ্বয় কেউ বাংলাদেশ কপিরাইট অফিসে কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য আবেদন দাখিল করেনি।
কারও নামে কপিরাইট সনদ ইস্যু করা হয়নি মর'্মে তদ'ন্তে প্রতীয়মান হয়। তাই সার্'বিক তদ'ন্তে বাদী মীর শাহরিয়ার মাসুম কর্তৃক বিবাদী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও আতাউর রহমান মমের বিরু'দ্ধে ডিজিটাল নিরাপ'ত্তা আইনের ২০১৮ এর ২২(২)/২৩ (২)/২৪ (২) ধা'রার অ’পরাধ প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়ায় তদ'ন্ত প্রতিবেদন দাখিল করা হলো।
এর আগে রোববার (৬ ডিসেম্বর) ডিজিটাল নিরাপ'ত্তা আইন হিরো আলম ও আতাউর রহমান মমের বিরু'দ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মীর শাহরিয়ার মাসুম বাদী হয়ে মাম'লা করেন। আ'দালত বাদীর জবানব'ন্দি গ্রহণ করে সিআইডিকে তদ'ন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।