
বিনোদন ডেস্ক- ভারতের নন্দিত ও জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির জন্ম'দিন আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)। সৃজিতের নামটি আগের চেয়ে এখন অনেক বেশি চর্চিত হয় বাংলাদেশে। কারণ ২০১৯ সালের ৬ ডিসেম্বর তিনি বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় অ'ভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত র'শিদ মিথিলাকে।
প্রতি জন্ম'দিনেই সৃজিতকে বিশেষ ভালোবাসায় ভরিয়ে রাখেন মিথিলা। এদিন রাত ১২টা ১ মিনিট বাজতেই মেয়ে আইরাকে নিয়ে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে কেক কে'টে স্বামীর জন্ম'দিন উদযাপন করেছেন তিনি। আর সেই ছবি মিথিলা শেয়ার করেছেন টুইটারে। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মি. মুখার্জি…’।
ছবিতে একেবারে সাদামাটাভাবে জন্ম'দিন পালন করতে দেখা গেছে সৃজিত-মিথিলাকে। মেয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেককে বধ করেছেন সৃজিত। বাবার কেককা'টার কাণ্ড দেখে হেসেই খু'ন ছোট্ট আয়রা!
এদিকে জন্ম'দিনে স্ত্রী মিথিলার পোস্ট করা ছবিগু'লো নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে টলিউডের এই জনপ্রিয় পরিচালক লেখেন, ‘শৈশবে বা যৌ'বনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম’।
উল্লেখ্য, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায়কে অন্যতম হিসেবে ধ’রা হয়। অ'ভিনেতা, চিত্রনাট্যকার হিসেবে কাজ করার আগে তিনি একজন অর্থনীতিবিদ। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। সর্বশেষ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েবসিরিজ নির্মাণ করেছেন তিনি।
আর ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। বর্তমানে এই অ'ভিনেত্রী কলকাতাতেই বেশি সময় পার করছেন। সৃজিতের নতুন কাজে সপরিবারে এখন মুম্বাই আছেন তিনি।