ই-অরেঞ্জ গ্রাহকদের পুলিশের লাঠিপেটা, আটক ৩

পাওনা আ'দায়সহ ১০ দফা দাবিতে 'বিক্ষো'ভ করার পর রাস্তা অবরোধ করতে গিয়ে পু'লিশের লাঠি চার্জের মুখে পড়েছে আলোচিত ই-কমা'র্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ গ্রাহকেরা।

প্রায় ৩০০ গ্রাহক জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকাল ১০ টায় 'বিক্ষো'ভ ও মানববন্ধন শুরু করে। দুপুর ১২টায় 'বিক্ষো'ভ মৎস্য ভবনের দিকে আগালে পু'লিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এ সময় অন্তত ১০ জন আ'হত হন। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে থা'নায় নেওয়া হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার, স'প্ত াহের শেষ কার্যদিবস। এমনিতেই যানবাহনের চাপ বেশি ছিল। এরমধ্যে তারা সড়ক অবরোধ করেছিল। আমর'া তাদের সড়ক থেকে সরিয়ে দেই।

জিজ্ঞাসাবাদের জন্য ২/৩ জনকে থা'নায় নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Interesting For You

তবে ভিন্ন কথা বলছেন ই-অরেঞ্জের গ্রাহকেরা। কামর'ুজ্জামান নামে এক গ্রাহক বলেন, ‘আমর'া প্রেস ক্লাবের 'বিক্ষো'ভ শেষে শান্তিপূর্ণভাবে আগাতে থাকি। কোনোরকম কথা না বলেই পু'লিশ আমা'দের ওপর লাঠি চার্জ করে।’

আন্দোলনকারীরা জানান, মিছিলে পু'লিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আ'হত হয়েছেন। পরে পু'লিশ তাদের কয়েকজনকে আট'ক করে।

এ বি'ষয়ে ই-অরেঞ্জ ভুক্তভো'গী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, পু'লিশ আমা'দের শান্তিপূর্ণ কর্মসূচিতে হাম'লা করেছে। আমা'দের ১০ জন এতে আ'হত হয়েছে। আট'ক করা হয়েছে কয়েকজনকে। আমর'া নতুন করে কর্মসূচি দেবো। নিরীহ মানুষের ওপর পু'লিশ কেন হাম'লা করবে, আমর'া তো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমর'া আবারও শাহবাগে একত্রিত হবো।