
এবার নতুন আরেক ঝামেলায় পড়লেন শিল্পা। ভারতের উত্তর প্রদেশে একটি প্রতা’রণার অ'ভি’যোগে তার এবং তার মায়ের নাম এসেছে।
ইন্ডিয়াটাইমস তাদের এক প্রতিবেদন প্রকাশ করে, ইতিমধ্যে ভারতের উত্তর প্রদেশ লাখনাওয়ে শিল্পা এবং তার মা সুনন্দার বি’রু'দ্ধে দুটি মাম’লা করা হয়েছে। তাদের বিরু’'দ্ধে অ'ভি’যোগ, ‘আইওসিস ওয়েলনেস সেন্টার’ নামে একটি ফিটনেস সংস্থা চালান তারা। যে কম্পানির চেয়ারম্যান শিল্পা শেঠি ও তার মা সুনন্দা শেঠি। একাধিক জায়গায় এই ফিটনেস সেন্টারের শাখা খোলার নামে কো’টি কো’টি টাকা আ’ত্মাসাৎ করেছেন বলে অ'ভিযোগ তাদের বি’রু'দ্ধে।
ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই পু'লিশের জেরার মুখে পড়তে যাচ্ছেন মা মেয়ে দুজনই।
এ বি'ষয়ে ভারতীয় গণমাধ্যম শিল্পা শেঠির সঙ্গে যোগাযোগ করার চে'ষ্টা করলে সেখান থেকে কোনো সাড়া মেলেনি। একই অ'ভিযোগে দুটি থা'নায় পৃথক পৃথক তাদের নামে মাম’লা করেছেন জ্যোৎস্না চৌহান নামে এক নারী এবং রোহিত বীর সিং নামে এক ব্যক্তি।