রাসেলের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজধানীর ধানমন্ডি থা'নায় করা মাম'লায় ই-কমা'র্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের রি'মান্ড না মঞ্জুর করেছেন আ'দালত। সেই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মাম'লার তদ'ন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ পু'লিশের উপ-পরিদর্শক মাম'লার সুষ্ঠু তদ'ন্তের প্রয়োজনে রাসেল ও তার স্ত্রীর পাঁচ দিনের রি'মান্ডের আবেদন করেন।

এ সময় আ'সামিপক্ষের আইনজীবী রি'মান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অ’পরদিকে রা'ষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ বিরোধিতা করেন। উভ'য়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আ'দালত এ আদেশ দেন।

এর আগে, দুপুর দেড়টায় দিকে ধানমন্ডি থা'নার মাম'লায় এক দিনের রি'মান্ড শেষে রাসেলকে আ'দালতে হাজির করে পু'লিশ। এরপর তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আ'দালতের হাজতখানায় রাখা হয়।

Interesting For You

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর 'বিকেল ৪টায় রাজধানীর মোহাম্ম'দপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অ'ভিযান চালায় র‍্যাব'। অ'ভিযান শেষে স্ত্রীসহ তাকে গ্রে'ফতার করা হয়।

অ'ভিযোগ থেকে জানা গেছে, ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন আরিফ বাকের। এগু'লো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তিনি তা পাননি। এমনকি কাস্টমা'রকেয়ারে ফোন করেও এর সমাধান পাননি তিনি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধির সঙ্গে কথা বললে তারা সঠিক কোনো জবাব দিতে পারেনি

এমনকি প্রতিষ্ঠানের প্রধান কর্তাব্যক্তির সঙ্গেও কেউ দেখা করতে দেয়নি। বারবার এ চে'ষ্টা করা হলেও ইভ্যালির পক্ষ থেকে খারাপ ব্যবহার করা হয় তার সঙ্গে। এই ঘটনার পর তিনি গু'লশান থা'নায় মাম'লা করেন। এরপর আরও দুইটি মাম'লা দায়ের করা হয় এই দম্পতির বিরু'দ্ধে।