চাকরি চাওয়া আমার অপরাধ নয়, লক্ষ্যকে চূড়ান্ত পর্যায়ে নিতে চাই: ব্রিগেডিয়ার নাসির

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ। ৪ বছর ৮ মাস দায়িত্ব পালনের পর এখন চলছে অবসর জীবন।

বছর খানেকের বেশি সময় হলো ফুরিয়েছে চাকরির মেয়াদ। এরপর করোনা মহামা'রির মধ্যে ঘর থেকে বের হওয়া হয়নি। দূরে আছেন ব্যস্ত জীবন থেকে। এর মধ্যেই হঠাৎ নিজের ফেসবুকে চাকরি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

নাসির উদ্দীন রোববার এক পোস্টে লিখেছেন, ‘প্রিয় ও শ্র'দ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী। আজ ১ বছর ২ মাস ঘরে বসা। এলপিআর শেষ। সংসার ও নিজকে কর্মক্ষ'ম রাখতে কিছু করা প্রয়োজন। নিজের ভবি'ষ্যৎ চিন্তা করিনি। হালাল ও হারামের সংমিশ্রনে এ জীবন।

মেডিকেল ও নন মেডিকেল যে কোন সেক্টরে কোন নিবেদিত ও সৎ ব্যক্তি হিসাবে বিবেচনায় নিয়ে কোন প্রতিষ্ঠান আমাকে বাংলাদেশের যে কোন স্থানে চাকুরির সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।

Interesting For You

চাকরি চেয়ে ফেসবুকে দেয়া এই পোস্টে নিজের ফোন নম্বররও দিয়েছেন নাসির উদ্দিন আহমেদ।

এদিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ চাকরি চেয়ে স্ট্যাটাস দেওয়ায় অনেকে আশ্চর্য ও 'হতাশ হয়েছেন। তার সামাজিক মর'্যাদা অনুযায়ী এটা করা উচিৎ হয়নি বলেও মনে করেন কেউ কেউ।

এবার সেই বি'ষয়েও নিজের বক্তব্য জানালেন সাবেক এই সেনা কর্মকর্তা। সোমবার (১৩ সেপ্টেম্বর) 'বিকালে অ’পর এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমা'র অনেক শুভাকাঙ্ক্ষী 'হতাশ হয়েছেন এ পোস্ট দেখে। আমা'র সামাজিক মর'্যাদা অনুযায়ী এটা করা উচিৎ হয়েছে কিনা এটা নিয়ে তাদের ভাবনা।’

তিনি বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কাজ করতে চাওয়া অ’পরাধ নয়। পেট চালানোর জন্য নয়। নিজকে কার্যক্ষ'ম রাখতে চাওয়া অ’পরাধ নয়। হেলথ সেক্টরে অনেকেই জানি। কেমন মানুষ তারা? যারা আমাকে ভালবাসেন তারা আমাকে অবশ্যই পরামর'্শ দিবেন। আপনাদের দোয়া ও শুভকামনা কাম্য। আমা'রও ভুল হয়। আমা'র কাছে যা ঠিক তা অন্যের কাছে নাও 'হতে পারে। আমি আমা'র লক্ষ্যকে চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাব' ইনশাআল্লাহ্।’