আসো, তোমাদের সঙ্গে খেলায় অংশ নিতে আমি প্রস্তুত: পরীমণি

বিনোদন ডেস্ক- মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা মাম'লায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বুধবার বেলা ১১টার দিকে বিচারিক আ'দালতে হাজিরা দেন।

হাজিরা শেষে গাড়ির খোলা ছাদে দাঁড়ান তিনি। উপস্থিত সাংবাদিক, সাধারণ মানুষ ও ভক্তদের দিকে হাত নেড়ে কুশল বিনিময় করেন বিভিন্ন ঘটনায় সম্প্রতি আলোচিত এই নায়িকা।

এ সময় তার হাতে মেহেদিতে লেখা আবারও সবার নজর কাড়ে। হাতে মধ্যমা'র সাইন এঁকে লেখেন ‘মি মোর’।

মুহূর্তেই পরীমণির এই বার্তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কাকে উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন তিনি? জবাবও দিয়েছেন নায়িকা।

Interesting For You

গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘যারা আমা'র জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমা'দের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাব'ো।’

এর আগে গত ১ সেপ্টেম্বর কাশিমপুর কারা'গার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন পরীমণি। তখনও তিনি হাতের তালুতে মেহেদী দিয়ে একটি বার্তা লিখেছিলেন। সেটা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। ওই বার্তা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। পরী জানান, যারা তার সামনে একরকম, কিন্তু পেছনে আরেকরকম; তাদের জন্যই কথাটি লিখেছিলেন তিনি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অ'ভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আট'ক করে র‍্যাব'। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মা'দকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আট'কের পর তাদের নেওয়া হয় র‍্যাব' সদর দফতরে। পরে র‍্যাব'-১ বাদী হয়ে মা'দক আইনে পরীমণির বিরু'দ্ধে মাম'লা করে।

১ সেপ্টেম্বর ২৭ দিনের জেল ও রি'মান্ড-জীবন কাটিয়ে জামিনে মুক্ত হন পরীমণি। সম্প্রতি এই নায়িকা ফিরেছেন শুটিং-ডাবিংয়েও। চুক্তিব'দ্ধ হয়েছেন নতুন সিনেমায়। সঙ্গে ঘোষণা দিয়েছেন, আইনি লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার।