মন ভেঙ্গে গেছে দিঘীর, হতাশ হয়ে জানালেন অভিশপ্ত সময়ের কথা

প্রার্থনা ফারদিন দীঘি আর শিশুশিল্পী নন। রূপালি জগতে তিনি এখন চিত্রনায়িকা। কিন্তু এ যাত্রাটুকু তার জন্য তেমন সুখকর নয়। পথে পথে নানা জুট-ঝামেলা পোহাতে হয়েছে।ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছিলেন দিঘী। জানালেন, তার দীঘির মন ভালো নেই। দীঘির দেয়া স্ট্যাটাসের বাংলা অনুবাদ তুলে ধ’রা হলো-

কারো মনোযোগ পাওয়ার জন্য এই লেখাটা লিখছি না। শুধু আমা'র মনের অবস্থা আপনাদের সঙ্গে ভা’গ করে নিচ্ছি। আজ কথা বলব আমা'র মান’সিক অবস্থা নিয়ে। 'হতা’শা! শব্দটা শুনে আপনার যেমন লাগছে, এই শব্দটা ততটাই 'হতা’শার। এটা সত্যি জোরে আ’ঘা’ত করে আর মনটা ভে’ঙে দেয়। আমি বরাবরই স্বপ্ন, আবেগ নিয়ে জীবনকে উপভো’গ করার মতো একজন মানুষ।

আমি কখনো পেছনে কথা বলা নিয়ে বির’ক্ত হইনি। কিন্তু এই সময়, এই অ’ভিশ’'প্ত সময় আমা'র মান’সিক অবস্থাকে ভে’ঙে ফেলেছে। পুরো ভেতরে-বাইরে একজন ইতিবাচক মানুষ। এভাবে মানুষের ট্র’ল, ব্য’ঙ্গ, উপহার আর বিত’র্কের শি’কার হব কখনো ভাবিনি।

Interesting For You

এগু'লোএড়িয়ে সবসময় মান’সিকভাবে শক্ত আর আ’ত্মবি’শ্বা'সী থাকতে চেয়েছি। কিন্তু এই সময় আমি কারো ফোন ধরছি না, মেসেজের উত্তর দিচ্ছি না। হয়তো কিছু মানুষ আমাকে ভুল বুঝছে, আমা'র আচ’রণে বির’ক্ত হচ্ছে, আমা'র ওপর রা’গ করছে। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

আমা'র বিশ্বা'স, আমি যথে'ষ্ট শক্ত এবং সবকিছু ঠিক হবে ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ, আমাকে একটু সময় দিন। আমা'র পরিবার, বন্ধু এবং আর কাছের মানুষদের শুরু থেকে এখন পর্যন্ত আমা'র পাশে থাকার জন্য ধন্যবাদ। আমা'র শুধু আপনাদের সহযোগিতা এবং উৎসাহ প্রয়োজন।