
ঢাকাই সিনেমা'র আলোচিত নায়িকা পরীমনি মা'রতে রাজি, মর'তে রাজি না। এমনটাই জানালেন মঙ্গলবার সন্ধ্যায়। অ'ভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু লাইন শেয়ার করেছেন। সেখানেই আছে এমন কথা।
পরীমনি লেখেন, ‘টেন এর পরে আমি তো আর গু'নতে পারি না/ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না/প্রেমের মর'া সে তো নাকি জলে ডোবে না/আমি প্রেম করতে রাজি/মা'রতে রাজি/মর'তে রাজি না।’
লাইনগু'লো মূলত সংগীতশিল্পী তাপসের। লাইনগু'লো লিখে পরীমনি লিখেছেন, ‘কপিরাইট তাপস দ্য বস’। পোস্টটি সংগীতশিল্পী তাপসও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
সম্প্রতি পরীমনি তার বাসা পরিবর্তন করেছেন। অর্থাৎ নতুন ফ্ল্যাটে উঠেছেন অ'ভিনেত্রী। ২০ সেপ্টেম্বর চারটি ছবি পোস্ট করে সে কথা জানিয়েছেন পরীমনি।
২০ সেপ্টেম্বর সকালে অ'ভিনেত্রী ছবিগু'লো পোস্ট করেন ‘মাই সুইট হোম’ নামের অ্যালবামে। ছবিতে ঘরের যে যে অংশ দেখা যাচ্ছে, সেগু'লো সুন্দর করে গোছানো। পরীমনিকেও বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল সেই ছবিগু'লোতে।
চারটি ছবি পোস্ট করে পরীমনি সেই ক্যাপশনে লেখেন, ‘যে জীবন যাপন করছ তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেই জীবন কা'টাও।’
ইংরেজিতে লেখা, ‘love the life you live. live the life you love’। এই লাইনটি মূলত খ্যাতিমান জ্যামাইকান সংগীতশিল্পী বব মা'র্লের। পরীমনি অবশ্য ববের নাম উল্লেখ করেননি।
২৭ দিন কারা'গারে থাকার পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। ওই দিন তিনি যখন বনানীর বাসায় ফেরেন, তখনই দেখতে পান তাকে বাসা ছাড়ার নোটিশ দিয়ে রাখা হয়েছে। ওই আবাসনের অন্য বাসি'ন্দাদের অ'ভিযোগের ভিত্তিতেই বাড়ির মালিক পরীকে বাসা ছাড়তে নির্দেশ দেন। সবকিছু বিবেচনা করে তিনিও নির্দেশ মেনে নেন। তবে কবে নাগাদ বাসা পরিবর্তন করবেন, সেটা এখনো ঠিক করেননি।
এর আগে গত ৪ আগস্ট পরীমণিকে গ্রে'ফতার করে র্যাব'। তার বিরু'দ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম'লা চলমান রয়েছে। সেই মাম'লার অংশ হিসেবে কয়েক দিন আগে তিনি আ'দালতে হাজিরাও দিয়ে এসেছেন।
মাম'লা, কারা'বাস, বিতর্ক সবকিছু ছাপিয়ে পুনরায় কাজেই মনোযোগী হচ্ছেন পরীমণি। ইতোমধ্যে অংশ নিয়েছেন ‘মুখোশ’ নামের একটি সিনেমা'র ডাবিংয়ে। সম্প্রতি যুক্ত হয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘গু'নীন’ সিনেমায়। এছাড়া ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমাগু'লোর শুটিংও শিগগিরই শুরু করবেন।