
বিনোদন ডেস্ক- গত জুনের প্রথম স'প্ত াহে ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র ঘোষণা দিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। জানিয়েছিলেন, প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র মতো প্রথম ওয়েব ফিল্মের নায়িকাও হচ্ছেন পরীমণি।
পরিকল্পনা অনুযায়ী দ্রুতই এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। গত ৪ আগস্ট পরীমণি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আট'কের পর চয়নিকা ও নায়িকার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।
জিজ্ঞাসাবাদের জন্য সড়ক থেকে তুলে নেওয়া হয় চয়নিকাকেও। সেই খারাপ সময় এরমধ্যে সামলে উঠেছেন দু’জনই। এবার পরিচালক চাইছেন নতুনভাবে শুরু করতে।
চয়নিকা জানান, সব ঠিকঠাক মতো এগোলে আগামী নভেম্বরে শুরু করবেন ‘অন্তরালে’র কাজ।
তিনি বলেন, ‘পরীর গ্রে'ফতারের পর আমাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারা দ্রুত আমাকে বাসায় পাঠালেও বি'ষয়টি আমা'র জন্য ট্রমা'র মতো ছিল। টানা তিন দিন আমি এক জায়গাতেই যেন বসে ছিলাম। এই দেড় মাসে নিজেকে অনেকটাই গু'ছিয়ে নিয়েছি। পরী আর আমা'র সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। ছবিটি নিয়ে তার সঙ্গে আমা'দের আরও একবার বসতে হবে।’
‘অন্তরালে’র কাজ প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘‘পরী সম্ভবত এখন ‘প্রীতিলতা’, ‘গু'নিন’, ‘বায়োপিক’-এর কাজ করবেন। তাই অক্টোবর মাসের পুরো সময়টাই তার লাগবে। আর আমা'র ছবির কাজ শুরু হবে নভেম্বরে।’’
জানালেন, ‘অন্তরালে’র পাণ্ডুলিপি আপাতত ঘষামাজা করেছেন তারা। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে পরীকে দেখা যাব'ে হিন্দু বউ অর্পিতা চরিত্রে। তার স্বামীর চরিত্রে অ'ভিনয় করবেন তারিক আনাম খান।
পরীমনি শিগগিরই লাইট-ক্যামেরার দুনিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গু'নিন ওয়েব সিনেমা'র মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। ১০ অক্টোবর থেকে শুটিং। এতে রাবেয়া চরিত্রে দেখা যাব'ে তাকে।
অক্টোবরে বায়োপিক নামে একটি সিনেমা'র দৃশ্যধারণের কথা আছে। অ'ভিনয় করবেন প্রীতিলতা নামের সিনেমাতেও।
সব মিলিয়ে আগামী দিনগু'লো কাজে ব্যস্ত থাকতে দেখা যাব'ে পরীমনিকে।