আমি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী, তবে পরীমনি ‘উচ্ছৃঙ্খল’: সোহেল তাজ

বিনোদন ডেস্ক- গেল কয়েকদিন আগে পরীমণির ফেসবুক পোস্ট নিয়ে কয়েকদিন আগে সরব হয়েছিলেন সাবেক স্বরা'ষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। যেখানে সিগারেট হাতে হাজির হওয়াকে নেতিবাচক বলে উল্লেখ করেন তিনি।

সোহেল তাজ এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। নিজেকে ‘ব্যক্তিস্বাধীনতায় বিশ্বা'সী’ দাবি করে তিনি বলেছেন, একজন মানুষের অধিকার আছে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত জীবনযাপনের। তবে তিনি পরীমণির নাম উল্লেখ না করে ‘কিছু সেলেব্রিটির উচ্ছৃঙ্খল আচরণ’ নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন।

সোহেল তাজ লেখেন, ‘আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বা'সী। কে কী পোশাক পড়লো বা ধূমপান করলো কী না করলো এগু'লো শুধু নারী স্বাধীনতাই না, বরং ব্যক্তি স্বাধীনতার কাতারে পড়ে। আর তাই আমি মনে করি যে, একজন মানুষের (নারী বা পু’রুষ) অধিকার আছে তার নিজের পছন্দ মতো তার ব্যক্তিগত জীবন পরিচালনা করার।’

ব্যক্তি স্বাধীনতা ও উচ্ছৃঙ্খল আচরণের পার্থক্য করে তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে, যখন আমর'া উচ্ছৃঙ্খল আচরণকে নারী/ব্যক্তি স্বাধীনতার সঙ্গে মিলিয়ে ফেলি। বাংলাদেশে যখন মা'দক একটি বিরাট সমস্যা যখন সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনের কারণে ছেলে-মেয়েরা মানসিকভাবে আ'ক্রা'ন্ত হচ্ছে (ডিপ্রেশন) তখন নতুন প্রজন্মের জন্য প্রয়োজন ইতিবাচক অনুপ্রেরণা যা আমর'া পাই অনুকরণীয় ব্যক্তিত্বদের জীবন থেকে— আর সেটা কখনোই সম্ভব হবে না যদি কিছু উচ্ছৃঙ্খল সেলিব্রিটিরা তাদের বেপরোয়া ব্যক্তিগত জীবনধা'রা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমা'দের নতুন প্রজন্মের ওপর চাপিয়ে দেয়।’

Interesting For You

তিনি বলেন, ‘আমা'দের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে এমন ব্যক্তিত্বদের যারা তাদের দৃঢ়চেতা মনোবল এবং আ'ত্মবিশ্বা'সকে কাজে লাগিয়ে সকল প্রতিকূলতা পার করে শুধু নারী অধিকারের লড়াই করেন নাই বরং সকল মানুষের কল্যাণে কাজ করে গেছেন- উনাদের ইতিবাচক কর্মের মধ্যে রেখে গেছেন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।’

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি বৃহস্পতিবার ফেসবুকে ধূমপানের ভঙ্গিমায় একটি ছবি পোস্ট করে লেখেন, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষ'তিকর।

এর পরই বি'ষয়টির নিন্দা জানিয়ে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ। তিনি লেখেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এ রকম অশোভন আচরণ কাম্য নয়- আমা'দের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে……’

এই স্ট্যাটাস নিয়ে ফেসবুকে সরব হয়ে ওঠেন নেটিজেনরা। ‘বিতর্ক’ তোলা ছবি দুটি ভেরিফায়েড পেজ থেকে পরে মুছে দেন পরী।