ইভ্যালির রাসেল আবার একদিনের রিমান্ডে

পণ্য সরবরাহের পর তা 'বিক্রি করলেও মা'র্চেন্টকে টাকা পরিশোধ না করার মাম'লায় ই-কমা'র্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে এক দিনের রি'মান্ডের আদেশ দিয়েছে আ'দালত।

অর্থ আ'ত্মসাতের একই মাম'লায় আরেক আ'সামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের রি'মান্ড আবেদন করলেও তা নাকচ করেছে আ'দালত।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রি'মান্ড মঞ্জুর করেন।

এদিন গু'লশান থা'নার প্রতারণার মাম'লায় তিনদিনের রি'মান্ড শেষে দুপুর ১টা ২৫ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আ'দালতে হাজির করা হয়। রাসেল ও শামীমা দম্পতিকে ধানমন্ডি থা'নায় একজন গ্রাহকের করা প্রতারণার মাম'লায় ৭ দিনের রি'মান্ডে নিতে আবেদন করে পু'লিশ।

Interesting For You

শুনানিতে আ'সামিপক্ষের আইনজীবীরা রি'মান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রা'ষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু তার বিরোধিতা করেন। উভ'য়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা'র তিন দিনের রি'মান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রি'মান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও শামীমা'র বিরু'দ্ধে অর্থ আ'ত্মসাতের অ'ভিযোগে গু'লশান থা'নায় একটি মাম'লা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মাম'লাটি দায়ের করেন। মাম'লাটি হওয়ার পর 'বিকেলেই রাসেলকে গ্রে'ফতার করে র‌্যাব'।