বের হয়েই সমুদ্র সৈকতে ঘোড়ার পিঠে চড়ে উত্তাপ ছড়াচ্ছেন পরিমনি

উত্তাপ ছড়াতে বরাবরই ভালোবাসেন নায়িকা পরিমনি। হোক সেটা অনস্ক্রিন বা অফস্ক্রিন। দেখতে সুন্দরী,

আকর্ষণীয় ও লাস্যময়ী হওয়ার দরুণ তার ছড়ানো উত্তাপ হাজার কিলোমিটার বেগে আঘা'ত করে শত পু’রুষের বুকে। শিহরন তোলে।

মাঝে মাঝেই নিজের ফেসবুক দেয়ালে নানান ছবি প্রকাশ করেন। যা নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে

নাড়াচাড়া পড়ে। সেই ধা'রাবাহিকতায় এবার তিনি মা'র্চের দারুণ দহনে উত্তাপ ছড়ালেন। পরিমনি ফেসবুকে সমুদ্র সৈকতে ঘোড়ায় পড়া কিছু ছবি প্রকাশ করেছেন। স্বল্পবসনা হয়ে ছবিগু'লো তুলেছেন তিনি।

Interesting For You

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে স্বামী তামিম হাসানকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়েছিলেন। সেখানে তিনি এরকম কামনার দেবী রূপে ধ’রা দেন। যে ছবিগু'লো ফ্রেমব'ন্দি করেছেন তামিম হাসান।

এদিকে পরিমনি ছবিতে উত্তাপ ছড়ালেও, চলচ্চিত্র ক্যারিয়ার ঠিক তার উল্টোচিত্র বিরাজ করছে। ছোট ক্যারিয়ারে একাধিক ছবিতে অ'ভিনয় করেছেন। পেয়েছেন তারকাখ্যাতি। কিন্তু তার অ'ভিনীত ছবিগু'লো ব্যবসা সফল হয়নি।

যদিও অনেক চলচ্চিত্র সংশ্লি'ষ্টরা মনে করছেন, সৌন্দর্য্যের মতো অ'ভিনয় দিয়েও সহসাই সবার মন জয় করে নেবেন পরি। হয়ত অচিরেই বাংলা চলচ্চিত্রের এ প্রজন্মের সুন্দরী এই নায়িকা সেই কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবেন। তবে সেজন্য অ’পেক্ষার পাশাপাশি করতে হবে চে'ষ্টাও। আর সেটা করতে হবে পরিমনিকেই।