
আদিমকালে মানুষ প্রয়োজনের তাগিদে এক স্হান থেকে অন্যস্হানে পায়ে হেটে যোগাযোগ করত।সময়ের সাথে সাথে তারা প্রকৃতির সাথে আ'ত্মিক সম্পর্ক গড়ে তুলে বশ মানায় প্রকৃতিকে।
লালন পালন করা শুরু করে হাতি ঘোড়া সহ নানা প্রাণী।পরে এগু'লোকেই একসময় তারা যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা শুরু করে।
ধীরে ধীরে মানুষের চিন্তা চেত'নার 'বিকাশ হবার সাথে সাথে তারা প্রকৃতির নানা রহস্য উদঘাটনে ব্যস্ত হয় পরে।শুরু হয় বিজ্ঞানের যাত্রা।বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্হারও অভুতপূর্ব
উন্নয়ন ঘটতে থাকে।এই উন্নয়নের অন্যতম অংশীদার হল রেল যোগাযোগ ব্যবস্থা।বাষ্পীয় রেল ইঞ্জিন আবি'ষ্কারের পর যোগাযোগ ব্যবস্হা হয়ে উঠেছে আরো সহজ,আরো সাশ্রয়ী এবং আরা'ম'দায়ক।
রেল যোগাযোগ মানুষের ভ্রমণ যাত্রাকে আরা'ম'দায়ক করলেও এর বেশ কিছু নেতিবাচক প্রভাব রয়েছে।তারমধ্যে অন্যতম হলো দু'র্ঘটনা।আমর'া প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে টেনে কা'টা পরে মানুষের মৃ'ত্যুর খবর শুনি।ট্রেনে কা'টা পরে যে শুধু মানুষ মা'রা যাচ্ছে তা নয় অনেক প্রাণীও মা'রা যাচ্ছে, আ'হত হচ্ছে।
কেননা রেল যোগাযোগ ব্যবস্হায় রেল লাইনগু'লোকে সাধারণত গ্রামীণ অঞ্চলের মধ্য দিয়ে নেওয়া হয় যার মধ্যে থাকে বন জঙ্গল।ফলে এসব বনজঙ্গলের নানা প্রাণী ট্রেনে কা'টা পরে মা'রা যাচ্ছে। যা আমর'া অনেক সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তে দেখতে পাচ্ছি। এরকমই একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে।যা সাধারণ মানুষকে খুব মর'্মা'হত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবের ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতের কোন এক জঙ্গলে একটা হাতি ট্রেনের সামনে পরে মা'রাত্মক ভাবে আ'হত হয়।ট্রেনটিকে সাথে সাথে হয়ত থামানো হয়েছিল।হাতিটি ট্রেনের সামনে আ'হত অবস্থায় পরে ছিলো এবং ছেঁচড়িয়ে সরার চে'ষ্টা করছিল।হাতির পা এবং শরীর ছিলো র'ক্তাক্ত। সে খুব একটা নড়াচড়া করতে পারছিল না।অনেক চে'ষ্টার পরে হাতিটি উঠে দাঁড়ায় এবং বনের মধ্যে যায়।
এই ভিডিওটিতে একটা দৃ'ষ্টিকটু,অমান'বিক বি'ষয় ছিলো প্রায় শ’খানেক মানুষ হাতিটিকে সাহায্য করার পরিবর্তে তাদের হাতের ফোন দিয়ে আ'হত হাতিটির ভিডিও করছিল।বর্তমান সময়ে এটা একটা ব্যধিতে পরিনত হয়েছে।কেউ বিপদে পড়লে মানুষ সাহায্যের পরিবর্তে ঘটনার ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে।
ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।কমেন্ট সেকশনে পশুপ্রেমীরা মানুষের এই ভিডিও করার বি'ষয়ের সমালোচনা করেতেছে এবং তাদের প্রাণীদের প্রতি সহানুভূ'ত িশীল হবার আহ্বান জানাচ্ছে।