
বিনোদন ডেস্ক- দ্বিতীয় বিয়ের পরই নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেছেন কণ্ঠশিল্পী ইভা। নতুন করে নামের সঙ্গে যুক্ত করেছেন ‘আরমান’ পদবি। ইভা বললেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয় ইভা আরমান ডাকবেন।’
এর আগে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করে নামের শেষে ‘রহমান’ পদবি যুক্ত করেন ইভা।
ইভা জানান, গত ৪ জুন মাহফুজর রহমানের বিবাহ বিচ্ছেদ হয় তার। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ইভা। তখন থেকেই নামের শেষ থেকে রহমানও মুছে ফেলেছেন। তবে নামের শেষে নতুন পদবি আরমান যুক্ত করছেন আজ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইভা রহমানের জায়গায় লিখেছে ইভা আরমান।
ইভা এখন যাকে বিয়ে করেছেন তার নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী। তার নামের শেষের পদবিই এখন নিজের নামের শেষে যুক্ত করেছেন ইভা।
১৯ সেপ্টেম্বর ইভার গু'লশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর সবার দোয়া চেয়েছেন ইভা।
তিনি বলেন, ‘একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আ'ত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বা'স ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।’
এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করেন ইভা রহমান। বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন তিনি।
বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা 'হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে অনেক আগে। আবারও নতুন করে সংসারও শুরু করেছেন ইভা।