
মা'দারীপুরের রাজৈরে মায়ের সেবাযত্ন করায় স্বামীর চা'পাতির কো'প ে রিক্তা আক্তার নামে এক গৃহবধূ গু'রুতর আ'হত হয়েছেন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হৃদয়নন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
আ'হত রিক্তা বেগম ওই গ্রামের জলিল বেপারীর মেয়ে এবং স্বামী পার্শ্ববর্তী ঘোষালকান্দি গ্রামের বাদশা শেখের ছেলে লাভলু শেখ। ঘটনার পর থেকে লাভলু শেখ পলাতক রয়েছেন।
আ'হত রিক্তার ভাই হৃদয় বেপারী জানান, কয়েক দিন ধরে মা অ'সুস্থ হয়ে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। খবর পেয়ে বোন রিক্তা স্বামীর বাড়ি থেকে মাকে দেখতে হাসপাতালে যান এবং মায়ের সেবাযত্ন করেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে বাড়িতে এলে মায়ের সেবাযত্ন করায় ক্ষি'প্ত হয়ে দুলাভাই লাভলু আমা'র বোন রিক্তাকে চা'পাতি দিয়ে এলোপাতাড়ি কু'পিয়ে র'ক্তাক্ত জ'খম করে পালিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় রিক্তাকে উ'দ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমর'া এ ঘটনার সঠিক বিচার চাই।
আ'হত রিক্তার বাবা জলিল বেপারী জানান, মেয়েকে হ'ত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কু'পিয়ে র'ক্তাক্ত জ'খম করা হয়েছে। তার পিঠে ৩৫টি সেলাই দেয়া হয়েছে। এখন তার অবস্থা গু'রুতর।
রাজৈর থা'নার ওসি (তদ'ন্ত) আনোয়ার হোসেন জানান, অ'ভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।