
একজন চান সব বিবাদ ভুলে নতুন করে সম্পর্ক শুরু করতে। অন্য জন চান বিচ্ছেদ। রোশন সিং এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্পর্কের এই টানাপড়েন গিয়ে পৌঁছেছে আ'দালতের চৌকাঠে।
অ'ভিনেত্রী স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে সংসার করার জন্য আ'দালতে বধূ ফিরিয়ে আনার মাম'লা করেছিলেন রোশন। কিন্তু সেই মাম'লার সমন গ্রহণ করলেও গত জুলাই মাসে আ'দালতে আসেননি শ্রাবন্তী। ১৬ সেপ্টেম্বর আ'দালতে দু’পক্ষের মুখোমুখি হওয়ার কথা ছিল। সে দিনই আইনজীবীর মাধ্যমে রোশনের কাছে উত্তর পাঠান শ্রাবন্তী।
রোশনের আইনজীবী শ্যামল পুরো বি'ষয়টি সম্পর্কে বিস্তারিত বলেন। তিনি জানান, শ্রাবন্তী রোশনের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাব'ে না। কিন্তু শুধু বিচ্ছেদ চেয়েই থেমে যাননি শ্রাবন্তী। রোশনের কাছ থেকে ভরণপোষণ হিসেবে বেশ কিছু টাকা দাবি করেছেন তিনি।
শ্রাবন্তীর সঙ্গে আগাগোড়াই সংসার করতে ইচ্ছুক ছিলেন রোশন। তবে অ'ভিনেত্রী যে আর তাদের দাম্পত্যকে কোনো রকম সুযোগ দিতে রাজি নন, তা এই পদ'ক্ষেপের মাধ্যমে আরো একবার স্প'ষ্ট করে দিলেন শ্রাবন্তী। আলিপুর আ'দালতে বিবাহবিচ্ছেদের মাম'লা করেছেন তিনি। পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
গত বছর পূজার সময় থেকেই আলাদা থাকছেন রোশন-শ্রাবন্তী। ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ নানা পোস্ট করে মাঝেমধ্যেই একে অ’পরের সঙ্গে প্রচ্ছন্ন কাজিয়ায় জড়ান তারা। কিন্তু শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী 'হতে চলেছে? এখন সেটাই দেখার।
ডেইলি বাংলাদেশ/