বিয়ে করতে যাচ্ছেন সুশান্তের সাবেক প্রেমিকা

গত বছরের ১৪ জুন নিজ ফ্ল্যাট থেকে বলিউডের উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুতের ম’রদে'হ উ'দ্ধার করে পু'লিশ। মৃ'’ত্যুর এক বছর পার হলেও এখনো সেই মৃ'’ত্যুর রহস্য উন্মোচন হয়নি। প্রয়াত এই নক্ষত্র এক সময় প্রেম করতেন অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। তবে সেই সম্পর্ক বেশি দূর গড়ায়নি, ভেঙে যায়।

সুশান্ত সিং পরবর্তীতে বাঙালি অ'ভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ায়। কিন্তু তার মৃ'’ত্যুর পর রিয়ার মতোই আলোচনায় উঠে আসে অঙ্কিতার নাম। সাবেক ভালোবাসার মানুষকে নিয়ে অনেক স্মৃ'তিচারণও করেন অঙ্কিতা।

এবার নতুন খবর হলো- বিয়ের আসনে বসতে যাচ্ছেন সুশান্তের সাবেক এই প্রেমিকা। সম্প্রতি এক অনুষ্ঠানে অঙ্কিতার বিয়ের কথা প্রকাশ্যে বললেন তারই সহ-অ'ভিনেতা শাহির শেখ।

Interesting For You

সাত বছর আগে সুশান্ত ও অঙ্কিতা একসঙ্গে ধা'রাবাহিক ‘পবিত্র রিশতা’য় কাজ করেন। ধা'রাবাহিকটিতে কাজের মাধ্যমে পরিচিতি লাভ করেন তারা। আর এই নাটকিতে কাজ করতে গিয়ে প্রেম হয় তাদের মধ্যে। সেই নাটকটির নতুন সিজনেই জুটি বাঁধছেন অঙ্কিতা-শাহির।

শাহির শেখ সাক্ষাৎকারে জানিয়েছেন, নাটকটি শেষ হলে প্রেমিক ভিকিকে বিয়ে করবেন অঙ্কিতা। এ বি'ষয়ে অঙ্কিতা জানিয়েছেন, এই মুহূর্তে তেমন কিছু করার ইচ্ছা নেই। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে পরিকল্পনা আছে।