পুরুষের চেয়ে নারীদের বেতন বেশি সৌদিতে

সৌদি আরবে পু’রুষদের তুলনায় নারীদের গড় বেতন বেশি। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে আল-ওয়াতান পত্রিকার একটি প্রতিবেদনের উ'দ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি গেজেট। মিডলইস্ট ডট ইন টুয়েন্টি ফোর।

প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে নারীদের গড় মাসিক বেতন ছিল ৪১০৫ রিয়াল আর পু’রুষদের বেতন ছিল ৩৯৪৪ রিয়াল।

Interesting For You

যদিও প্রতিবেদন বলছে, এ সময়ে নারীদের বার্ষিক বেতন বৃ'দ্ধি পেলেও সামগ্রিকভাবে লিঙ্গবৈষম্য পুরোপুরি দূর হয়নি।

তথ্য বিশ্লেষণে দেখা যায় ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগু'লোতে পু’রুষদের গড় বেতন ছিল ১৮২০ ডলার, আর নারী সহকর্মীদের বেতন ছিল ১১৯০ ডলার।