
সৃজিতের বাড়ির স্টুডিও এবং ছাদে মিথিলার ছবি তোলা হয়েছে। ফোটোশুট শুরু হওয়ার আগে সকালবেলা নিজে হাতে সকলের জন্য চা করে আনলেন মিথিলা।
লেবু চা খেয়ে কাজে নেমে পড়লেন সকলে। চলল মিথিলার মেকআপ। অন্যদিকে প্রস্তুত করা হল চারটি পোশাক। ক্যামেরাও তৈরি।
শুরু হল ফোটোশুট। মিথিলা জানালেন, তিনি সাধারণত ফোটোশুট করান না। পড়াশোনা, সংসার, সন্তান পালন, অ'ভিনয়, ই'ত্যাদির জন্য সময় হয় না তার।