
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে রাফসানুল হক ইরফান নামে এক পর্যটকের লা'শ উ'দ্ধার করেছে ট্যুরিস্ট পু'লিশ। শুক্রবার সকালে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেলে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ট্যুরিস্ট পু'লিশের অতিরিক্ত পু'লিশ সুপার মহিউদ্দিন আহমেদ বি'ষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেল রেজিস্ট্রার অনুযায়ী, ওই পর্যটক চট্টগ্রাম কোতোয়ালি থা'না এলাকার সৈয়দুল হকের ছেলে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাফসানুল হকসহ চার বন্ধু বৃহস্পতিবার কক্সবাজার বেড়াতে আসেন। রাত থেকে সকাল পর্যন্ত তারা হোটেল কক্ষে লাগামহীন ম'দপান করেন। এতে দুইজন অ'সুস্থ হয়ে পড়েন। হোটেলেই রাফসানের মৃ'ত্যু হয়। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, ময়নাতদ'ন্ত ছাড়াই লা'শ নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তখন আমি তদ'ন্ত সা'পেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।