অবশেষে পরীমনিকে নিয়ে মুখ খুললেন পরীমনির নানা ও খালা

চিত্রনায়িকা পরীমণিকে ফাঁ'’সা;নো হয়েছে বলে দাবি করেছে পরিবার। বি'ষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তার নানা ও খালা। শুক্রবার (০৬ আগস্ট) পরীমণির নানা ও খালার সঙ্গে কথা হলে এমনটি দাবি করেন তারা।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের দক্ষিণ সিংহখালী গ্রামে শামসুল হক গাজীর বাড়িতে বর্তমানে বসবাস করছেন তার ছোট মেয়ে পরীমণির খালা তাসলিমা বেগম।

তিনি বলেন, ‘নায়িকা হওয়ার পর সময় পেলেই শৈশবের স্মৃ'তি বিজড়িত নানার বাড়িতে আসতো পরীমণি। জনপ্রিয়তার কারণে ষড়যন্ত্র করে পরীমণিকে ফাঁ'সানো হয়েছে।’এদিকে, নায়িকা পরীমণির বি;রু;'দ্ধে রয়েছে নানা অ'ভি;যোগ। সর্বশেষ প্রায় চার ঘ;ণ্টার অ'ভিযানের পর বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে তাকে আট'ক করে র‌্যাব'।

Interesting For You

তার বাসা থেকে উ'দ্ধার দেখানো হয়েছে— বিপুল পরিমাণ বিদেশি ম'দ, নতুন মা'দ;ক এল;এসডি; ও আ;ইস। তার বিরু'দ্ধে অ'ভিযোগ, তিনি প্রায়ই রাতেই মাতাল হয়ে দলবেঁ;ধে বি;ভিন্ন ক্লাব ও ;তারকা ;হোটেলে ঘুরে বেড়াতেন।

কোনও নিয়মের তোয়াক্কা করতেন না। ‘সুনির্দি'ষ্ট’ তথ্যের ভিত্তিতেই তার বাসায় অ'ভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব'।