
যেকোনো ধরনের ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষ'তিকর। চিকিৎসক বা চিকিৎসাবিজ্ঞানীদের মতো সেটা চিত্রনায়িকা পরীমনিও জানেন। আর ফেসবুকের মাধ্যমে সেটা জানালেন ভক্তদের। কিন্তু তার প্রকাশিত ছবি ঠিক উল্টো কথা বলছে!
বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমা'র এই নায়িকা। একটি ছবিতে তিনি সিগারে পান করছেন। অথচ ক্যাপশনে লেখা- ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’।
আরেকটি ছবি হাত পি'স্তলের মতো তাক করে কিছু একটা বোঝাচ্ছেন। সেই হাতে লেখা—‘…ক (গা'লি) মি মোর’। এই লেখা নিয়ে এর আগে নায়িকা বলেন, যারা আমা'র জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি।
আসো। ওয়েলকাম। আমি তোমা'দের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাব'ো।
কাকে উদ্দেশ্য করে এমন বার্তা দিয়েছেন তিনি? জবাবে নায়িকা বলেন, যারা আমা'র জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমা'দের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাব'ো।
আগের স্লোগান ‘ডোন্ট লাভ মি বিচ’ সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘এই স্লোগান তাদের উদ্দেশে, যারা সামনে একরকম, পেছনে অন্যরকম। যারা বহুরূপী, তাদের জন্য এই বার্তা দিয়েছি।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে আট'ক করে র্যাব'। এরপর তার বিরু'দ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম'লা দায়ের করা হয়। সেই মাম'লায় তিনি থা'না ও কারা'গার মিলিয়ে প্রায় ২৭ দিন বন্দী থেকেছেন।