তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর পর্দায় ফিরছেন!

ঢাকাই সিনেমা'র এক সময়ের নন্দিত ও তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে এখন আর পর্দায় দেখা যায় না। সিনেমাকে বিদায় জানিয়ে অনেক আগেই বিদেশ পাড়ি জমিয়েছেন তিনি। তবে মাঝেমধ্যেই দেশে আসেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

এখন থেকে নিয়মিত দেখা যাব'ে এই নায়িকাকে। এর কারণ, সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন সরব।

১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শাবনূর বলেন, বন্ধুরা তোমা'দের সঙ্গে থাকতে চাই, তোমা'দের পাশে থাকতে চাই এবং তোমা'দের ভালোবাসা পেতে চাই।

Interesting For You

১৯৯৩ সালে এ'হতেশাম পরিচালিত ‘চাঁদনি রাতে’ ছবিতে অ'ভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাবনূর। ঢালিউডের বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন শাবনূর।

সালমান শাহের সঙ্গে তার জুটি বেশি জনপ্রিয় ছিল। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো সিনেমায় অ'ভিনয় করে শ্রেষ্ঠ অ'ভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।