
ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি। নিজের অ'ভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। মাছে মা'দক মাম'লায় পরীমনিকে গ্রে'ফতার করা হলেও তার মুক্তির দাবিতে রাজপথে নেমেছিল তার ভক্তকুল। তবে এবার পরীমনি সবাইকে চমকে দিতে চলেছেন। আগামী ২০ অক্টোবর এই অ'ভিনেত্রী জন্ম'দিন।
প্রতিবার জন্ম'দিনেই জাকজমকপূর্ণভাবে পালন করেন এই অ'ভিনেত্রী। এবারের জন্ম'দিনটাও এর ব্যতিক্রম করতে চাচ্ছেন না অ'ভিনেত্রী। আর সে কারণে হোটেল স্পন্সর খুঁজছেন নায়িকা। এ বি'ষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করব।
পরীমনি আরো বলেন, প্রতিবছর নিজের টাকায় জন্ম'দিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সি'দ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্ম'দিন করব। এবার আরো ফাটিয়ে উৎসব করব।’
পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তার জন্ম'দিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
গত স'প্ত াহেই সিনেমা'র কাজে যোগ দিয়েছেন পরীমনি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। দুই দিন কাজের পর অ'সুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বাসায় বিশ্রামে আছেন তিনি। পরীমনি জানালেন, আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই ‘মুখোশ’ ছবিতে আমা'র অংশের কাজ শেষ হয়ে যেত। অ'সুস্থতার কারণে শেষ করতে পারিনি।
ডেইলি বাংলাদেশ/