
এবার যশ-নুসরাতকে নিয়ে সব কৌতূহলের অবসান হয়েছে। মা হওয়ার পর কলকাতার সাংসদ-অ'ভিনেত্রী নুসরাত জাহান ছেলের জন্মের পরদিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। তবে সবাইকে সন্তানের নাম ঈশান জানালেও ছেলের বাবার নাম নিয়ে ছিল ধোঁয়াশা।
তবে এবার প্রকাশ্যে এসেছে ছেলের বাবার নাম। বুধবার রাতে কলকাতা পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান।
নুসরাত জাহানের ছেলের বাবার নাম দেবাশিস দাশগু''প্ত । দেবাশীষ দাশগু''প্ত আসলে যশেরই আরেকটি নাম। পৌরসভার দেওয়া বার্থ সার্টিফিকে'টে নুসরাতের সন্তানের নাম লেখা হয়েছে ঈশান জে দাশগু''প্ত । মায়ের নাম নুসরাত জাহান।
কাজেই নুসরাত সিঙ্গল মা'দার কি না, তা নিয়ে এখন আর প্রশ্ন করার সুযোগ থাকল না। গত শুক্রবার পৌরসভায় কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান যশ-নুসরাত। তখনই খবর হয়, সিঙ্গল মা'দার হওয়ার জন্য বার্থ সার্টিফিকে'টে কীভাবে আবেদন করতে হবে, তাই নিয়ে খোঁজ'খবর করেন দুজনে।
গতকাল বুধবার পৌরসভার সার্টিফিকে'টে দেখা গেল, আসলে সন্তানের অ'ভিভাবক হিসেবে রয়েছে দুজনেরই নাম। এমনকি বাড়ির ঠিকানা হিসাবে সোনারপুর উত্তরের ঠিকানা দেওয়া হয়েছে।
গত এক বছর ধরে সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি 'হতে হয়েছে যশ-নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা মুখে আনেননি
বরং, নেটমাধ্যমে নানা ভাবে আকারে-ইঙ্গিতে মান্যতা দিয়েছেন তাদের সম্পর্ককে। সেই থেকে দুইয়ে দুইয়ে চার এরই মধ্যে করে নিয়েছেন দুই তারকার অনুরাগীরা। তার পরেও নুসরত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল।
সম্প্রতি একটি পার্লারের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাবা জানেন বাবা কে? কোনও নারীকে এই প্রশ্ন করা মানে তার চরিত্রে কালি ছিটানো। সূত্র: আনন্দবাজার।