আমাকে নিয়ে যারা খেলতে চায়, আমি তাদের সঙ্গে খেলতে প্রস্তুত; পরিমনী

ঢাকাই সিনেমা'র আলোচিত চিত্রনায়িকা পরীমনি বলেছেন, যারা আমা'র জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমা'দের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত।

বুধবার মা'দক মাম'লায় হাজিরা দিতে গিয়ে আ'দালত চত্বরে গণমাধ্যমকে এসব কথা বলেন।

এদিন আ'দালত প্রাঙ্গণে ভক্তদের অ'ভিবাদন জানাতে গেলে তার ডান হাতের তালুতে মেহেদীতে ‘…ক (গা'লি) মি মোর’ লেখা চোখে পড়ে।

এ বি'ষয়ে পরীমনি বলেন, আমা'র ক'ষ্ট লাগছে এখন। অনেকেই আমা'র বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি ‘লাভ মি মোর’। আসলে তো আমি লিখেছি ‘…ক (গা'লি) মি মোর’।

Interesting For You

এর আগে ‘ডোন্ট লাভ মি বিচ’ বার্তার ব্যাখ্যায় পরীমনি জানিয়েছিলেন, তার সঙ্গে যারা দুমুখো আচরণ করেছেন, যারা তার সুসময়ের ভাগ নিয়ে দুঃসময়ে পাশে ছিলেন না, তাদের উদ্দেশ্যেই ওই বার্তা দিয়েছিলেন তিনি।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অ'ভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আট'ক করে র‌্যাব'। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মা'দক পাওয়া গেছে বলে জানায় র্যাব'। পর দিন ৫ আগস্ট র‌্যাব'-১ বাদী হয়ে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরু'দ্ধে বনানী থা'নায় মাম'লা করে।

এর পর তিন দফায় মোট সাত দিনের রি'মান্ডে নেওয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট চার দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুদিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট একদিনের রি'মান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।