পরীমনি আইফোন না থাকার কারনে যোগাযোগ করতে পারতেছে না

ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি। মা'দক মাম'লায় জড়িয়ে পরার কারণে তার গাড়ি এবং ফোন জব্দ করা হয়। আর এতেই বিপাকে পড়েন এই নায়িকা। তার আইফোন এবং গাড়ি না থাকার কারণে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি।

এদিকে, আজ বুধবার (১৫ সেপ্টম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আ'দালতে মা'দক মাম'লায় হাজিরা দেন পরীমনি। এসময় আইনজীবীর মাধ্যমে তিনি গাড়ি, ল্যাপটপ, মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র ফিরে পেতে আবেদন করেন। বিচারককে তিনি এসব কথা বলেন।

পরীমনি বলেন, গাড়িটি আমা'র। গাড়ির সকল কাগজপত্র আমা'র কাছে আছে। গাড়িটি না থাকায় আমি চলাচলে খুব সমস্যা বোধ করছি। মোবাইলের কারণে আমি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিন'া। জব্দ হওয়া প্রসাধনীর বক্সটি আমা'র খুব প্রয়োজন। এছাড়াও চাবির বক্স রয়েছে। এগু'লো আমা'র খুব প্রয়োজন। আমি অনুরোধ করছি এগু'লো ফিরিয়ে দেয়ার জন্য।

এরপর বিচারক এগু'লো মালিকানা যাচাই করে তদ'ন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

অ’পরদিকে এদিন মাম'লার তদ'ন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদ'ন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।

Interesting For You

এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমর'ুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারা'গার থেকে কারা'মুক্তি হন পরীমনি।

গত ৪ আগস্ট সুনির্দি'ষ্ট তথ্যের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আট'ক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব'ব)।

ওইদিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে র্যাব' সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব'। পরদিন ৫ আগস্ট 'বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থা'নার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

ডেইলি বাংলাদেশ/