এবার অন্যকিছুর ইঙ্গিত দিলেন পরীমনি

মা'দক মাম'লায় হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আ'দালতে হাজিরা দেন তিনি। এদিন মাম'লাটির তদ'ন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ছিল। কিন্তু সংশ্লি'ষ্ট তদ'ন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন।

এদিকে আ'দালত থেকে বের হওয়ার সময় পরীমনি হাতে মেহেদির রঙে নতুন লেখা নিয়ে ধ’রা দিয়েছেন। এবার তিনি লিখলেন, মি মোর। সঙ্গে ক্যাপশন জুড়ে দিয়েছেন এই নায়িকা। যার বাংলা অর্থ দাঁড়ায়, আমাকে একটা বি'ষয় পরিষ্কার করো।

আগেরবারের মতোই এবারের লেখাটিও নজর কেড়েছে সবার। হচ্ছে সমালোচনাও। পরীর ঘনি'ষ্টজনরা জানিয়েছেন, এ লেখায় তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে কাকে কি উদ্দেশ্যে সেই চ্যালেঞ্জ তা জানা যায়নি।

এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমর'ুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারা'গার থেকে কারা'মুক্তি হন পরীমনি।

সে সময় তার হাতে মেহেদী দিয়ে লেখা ছিলো ‘ডোন্ট লাভ মি……’। পরীমনির সেই লেখাটি নিয়ে সমালোচনাও কম হয়নি।

Interesting For You

গত ৪ আগস্ট সুনির্দি'ষ্ট তথ্যের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আট'ক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব')।

ওইদিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব' সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব'। পরদিন ৫ আগস্ট 'বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থা'নার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব' বাদী হয়ে রাজধানীর বনানী থা'নায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরু'দ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম'লা করে।

ডেইলি বাংলাদেশ