অন্ধকারে স্বামী সেজে গৃহবধূর সর্বনাশ করলেন মাসুদ

স্বামী সেজে ঘু'মিয়ে থাকা এক গৃহবধূর সর্বনাশ করেছেন মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি। অন্ধকারে সেই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধ'র্ষণ করেন মাসুদ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নি'র্যা'তিত গৃহবধূ কুলিয়ারচর থা'নায় লিখিত অ'ভিযোগ করেছেন। অ'ভিযোগ পেয়ে মাসুদ মিয়াকে গ্রে'ফতার করে কোর্টে সোপর্দ করেছে পু'লিশ।

অ'ভিযুক্ত মাসুদ মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।মাম'লা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার শি'কার হন ওই গৃহবধূ। তিনি তার বসতঘরে মেয়ের সঙ্গে একটি চৌকিতে ঘু'মাচ্ছিলেন। আর তার স্বামী ঘরের অন্য আরেকটি চৌকিতে ছেলের সঙ্গে ঘু'মাচ্ছিলেন।

এ সময় টিনের ঘরের বেড়ার ফাঁ'কা দিয়ে বাইরে থেকে দরজা খুলে ঘরে প্রবেশ করে মাসুদ। সে চুপিচুপি ওই গৃহবধূর বিছানায় গিয়ে স্বামী বেশে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

Interesting For You

ওই সময় ওই গৃহবধূ তন্দ্রাচ্ছন্ন থাকায় মাসুদকে স্বামী মনে করে কোনো বাধা দেননি। এ ঘটনা শেষে মাসুদ যখন দরজা খুলে বাইরে যেতে চায়, তখন গৃহবধূ লাইট জ্বা'লিয়ে দেখতে পান লোকটি তার স্বামী নয়- প্রতিবেশী মাসুদ। এ সময় গৃহবধূর চিৎকার শুনে স্বামী-সন্তানরা এগিয়ে এলে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

কুলিয়ারচর থা'নার পরিদর্শক (তদ'ন্ত) মিজানুর রহমান বলেন, লিখিত অ'ভিযোগের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে আ'সামিকে গ্রে'ফতার করে কিশোরগঞ্জের কোর্টে পাঠানো হয়। আ'দালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সূত্রঃ বিডিলাইভ২৪