
ঢাকাই সিনেমা'র জনপ্রিয় নায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রি'মান্ডে পাঠানো নিম্ন আ'দালতের দুই বিচারক হাইকোর্টে নিঃশর্ত ক্ষ'মা চেয়েছেন। দুই বিচারক হচ্ছেন- দেবব্রত বিশ্বা'স ও আতিকুল ইসলাম।
রি'মান্ডের বি'ষয়ে ব্যাখ্যা চাওয়া হলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আ'দালতের ওই দুই বিচারক লিখেছেন- ‘এটি অনিচ্ছাকৃত ভুল’। মঙ্গলবার তারা লিখিত ব্যাখ্যা ও ক্ষ'মা প্রার্থনা করেন।
এদিকে হাইকোর্টের তলবে আজ হাজির হয়েছেন মাম'লার তদ'ন্ত কর্মকর্তা। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বি'ষয়ে শুনানি হবে।
গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আ'দালতের বিচারক কেএম ইমর'ুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন।
গত ২৯ আগস্ট উচ্চ আ'দালতের রায় না মেনে মা'দক মাম'লায় চিত্রনায়িকা পরীমনিকে বারবার নেওয়া রি'মান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে পরীমনিকে রি'মান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আ'দালতের রায় না মানার অ'ভিযোগ আনা হয়।
আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ আবেদন করেন।
এর আগে গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আ'দালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন।
আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আ'দালত যে আদেশ দিয়েছেন, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।
১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আ'দালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অ'ভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আট'ক করে র্যাব'। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মা'দক পাওয়া গেছে বলে জানায় র্যাব'। পর দিন ৫ আগস্ট র্যাব'-১ বাদী হয়ে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরু'দ্ধে বনানী থা'নায় মাম'লা করে।
এর পর ৩ দফায় মোট ৭ দিনের রি'মান্ডে নেওয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রি'মান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।