১৫ সন্তানের জননী ফের গর্ভবতী, এখানেই থামতে চান না

নামের আদ্যক্ষর ইংরেজি ‘সি’। তবে এতবড় পরিবার হলেও কার্লোস খুব ধনী কেউ নন। তিনি একজন ফ্লোর ক্লিনার!

সবচেয়ে বড় সন্তান কার্লোস জুনিয়রের বয়স ১২। ক্রিস্টোফারের ১১। কার্লা, ক্যাটলিনের ৯। সেলেস্টে ৭। ক্রিস্টিনা ৬। ক্যালভিন ও ক্যাথেরিন ৫। ক্যারল ৪। ক্যালেব ও ক্যারোলাইন ৩। ক্যামিলিয়ার ২। চার্লির ১। ক্রিস্টালের মাত্র ৪ মাস। ২০২১ সালে জন্ম নেয়ার কথা নতুন সন্তানের।

২০১৯ সালেও প্যাটিকে নিয়ে সংবাদ হয়েছিল। এরই মাঝে তার আরও দু’টি সন্তান হয়েছে। ১৫ সন্তানের জননী স্বীকার করেছেন, এত বড় পরিবার সাম’লানো কঠিন। তবে তারপরও আরও সন্তান নিতে আপ’ত্তি নেই তার। তিনি বলেন, ‘সদ্য জন্ম নেয়া সন্তানকে সাম’লানো চাপের কাজ ও বেশ কঠিন। বাচ্চারা সবসময় কান্না করে। তাদের দেখাশোনা করতে হয় আমা’র। তবে এটি আশির্বাদও, কারণ এই কাজ আমর'’া উপভোগ করি।’ তার ভাষ্য, ‘আমর'’া সবকিছুই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি। তাই তিনি আমা’দের যা দেন, তা নিয়েই আমর'’া খুশি থাকবো। আমর'’া কোনো জন্মপ্রতিরোধক ব্যবহার করি না।’

Interesting For You

২০০৮ সালের পর গত এক দশকেরও বেশি সময় ধরে ১৫ সন্তান জন্ম দিতে সবসময়ই প্যাটির গ’র্ভে সন্তান ছিল। তবে তিনি বলছেন, ‘আমি যখন গ’র্ভবতী থাকি আমি খুবই খুশি থাকি। সন্তান জন্ম’দানের ৩ মাস পরই সাধারণত আমি ফের গ’র্ভবতী হই।’

তিনি বলেন, এত বেশি সন্তান থাকায় ঘরের কাজ হয়ে যায় অনেক। তবে তিনি বড় সন্তানদেরও এসব কাজে সাহায্য করতে অভ্যস্ত করে তুলছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমা’র হাজার খানেক জামাকাপড় ধুতে হবে। প্রতি দুই দিন পর পর এতগু'’লো আধোয়া জামা’র স্তুপ জমে। আমি স’'প্ত াহে অন্তত ৪ বার জামাকাপড় ধুই।

বাচ্চারা যখন খেলে তারা ফ্লোরে খেলনা রেখে যায়, ফলে সেগু'’লোও পরিষ্কার করতে হয়।’ নিজেদের বড় পরিবার নিয়ে খুশি প্যাটি ও কার্লোস। মানুষের মনোযোগ পেয়ে তারা আরও আনন্দিত। প্যাটি বলেন, মানুষ সবসময় জিজ্ঞেস করে, এরা সবাই কি তোমা’র ছেলেমেয়ে? সবাই অবাক হয় যখন তারা দেখে আমা’র কত সন্তান। আমি কখনও ভাবিনি আমা’র এতগু'’লো বাচ্চা হবে!