একেই বলে ভালোবাসার টান! মৃত মালিককে দেখতে বহুদূর থেকে ছুটে এলো হাতি

ছোটবেলা থেকেই সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে মাহুত।সেই মাহুতের এত বড় ঋণ কিভাবে ভুলতে পারে সেই হাতি? তাই প্রায় কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে এসে শেষ বারের মতো মাহুতকে দেখতে এলো হাতিটি।

এটাই ভালো বাসার টান।মাহুতের প্রতি তার ভালোবাসা প্রমান পেলো। মাহুত মা'রা গিয়েও সে যেন হাতির মনে চিরকাল রয়ে যাব'ে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় যে মাহুতের মৃ'তদে'হকে কেন্দ্র করে তার পরিবার-পরিজন আ'ত্মীয়-স্বজন কান্নায় ফেটে পড়েছে।

Interesting For You

সেই সময় হাজির হয় তার হাতিটি। মাহুতকে সে শেষবারের মতো দেখতে চাইছে। ভিডিওটি শেয়ার করেন এক ফরেস্ট অফিসার।

মাহুতের নাম ছিল কুন্নক্কড় দামোদরন নায়ার।আর তার মৃ'তদে'হ টি মাটিতে শোয়ানো আছে। তখন হাতিটি একবার তার শুঁড় উঁচু করে যেন মাহুত কে সালাম জানাল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার পর থেকে প্রচুর পরিমানে শেয়ার হয়েছে।রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিওটি।এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৮ লক্ষ দেখেছে।।