অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে বোন জামাইয়ের কুকর্ম!

নেত্রকোনার দুর্গাপুরে ঘর থেকে তুলে নিয়ে অ'ষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধ'র্ষণের অ'ভিযোগ উঠেছে। রোববার উপজেলার সদর ইউনিয়নের কোনাফান্দা গ্রাম থেকে আ'হত অবস্থায় ওই শিক্ষার্থীকে উ'দ্ধার করে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পু'লিশ।

এ ঘটনায় ওই শিক্ষার্থী নিজেই বাদী হয়ে খালাতো বোন জামাই মুলকাস উদ্দিন নামে একজনকে আ'সামি করে দুর্গাপুর থা'নায় একটি ধ'র্ষণ মাম'লা দায়ের করেছেন।

পু'লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে মা ও গত ছয় মাস আগে বাবার মৃ'ত্যুর পর একমাত্র ভাইয়ের সঙ্গেই উপজেলার সীমা'ন্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিলো ওই কিশোরী। ভাই পেশায় অটোচালক তাই বেশিরভাগ সময় থাকতে হয় বাড়ির বাইরে।

এদিকে প্রায়ই এই বাড়িতে আসা যাওয়া করতেন পাশের গ্রামের খালাতো বোন-জামাই মূলহাস উদ্দিন। শনিবার দিবাগত রাতে‌ বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়েন তিনি।

Interesting For You

ভাই এসেছে ভেবে দরজা খুলতেই শিক্ষার্থীর মুখে কাপড় বেঁধে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে বাঁশের ঝাড়ে কিশোরীকে ধ'র্ষণ করেন।

এ সময় কিশোরীর চিৎকার শুনে রাতে কয়েকজন কৃষক ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মুলকাস। পরে ওই কিশোরীকে উ'দ্ধার করে বাড়ি নিয়ে আসেন কৃষকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থা'নার ওসি শাহ আলম জানান, আমর'া কিশোরীকে উ'দ্ধার করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোনা প্রেরণ করেছি। একটি মাম'লা দায়ের হয়েছে। আ'সামিকে ধরতে অ'ভিযান অব্যা'হত রয়েছে।

ডেইলি বাংলাদেশ/