
ফের বিয়ে করেছেন ঢাকাই সিনেমা'র চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাকিব সরকার নামের গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি পোস্ট করে জানান, তিনি বিয়ে করেছেন ১৩
সেপ্টেম্বর। নায়িকা তার পোস্টে লেখেন, ‘আলহাম'দুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমা'দের বিবাহ সম্পন্ন হলো।’ আগের সব খবর গু'জব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গু'জব ছিলো। সবাই আমা'দের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
এদিকে মাহির বিয়ের খবরের পর এই নায়িকার সাবেক স্বামী মাহমুদ পারভেজ অ’পু জানান, ‘বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখতে পেলাম। আমা'র অ'ভিনন্দনটা জানিয়ে দিবেন। মাহি নতুন সংসার শুরু করেছে জেনে খুবই ভালো লাগছে। তার নতুন জীবনের জন্য শুভকামনা।
আমা'র চাওয়া, তারা সবসময় ভালো থাকুক। আমা'র পরিবারের মান সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। তার জন্য আমা'র অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমি খুব সাধারণ মানুষ। সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।’
মাহির দ্বিতীয় বিয়য়ের খবরটি আরও আগেই মিডিয়ায় চাউর হয়। এই বি'ষয় অ’পু বলেন, ‘আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমা'র সাথে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমর'া বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। আমি মনে করি সে আমা'র থেকে অনেক ভালো ছেলেকে বিয়ে করেছে। বিয়ের বি'ষয়টিও আগেই শুনেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। বর্তমানে মাহি সন্তানদের নিয়ে একসাথেই থাকছেন। আমি সবসময় তাদের জন্য দোয়া করি।’
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অ’পুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গু'ঞ্জন উঠে। সর্বশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মে মাসে অ’পুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।