নোয়াখালীতে গণধর্ষণে ৪র্থ শ্রেনীর ছাত্রী অন্তঃসত্ত্বা

নোয়াখালীর সেনবাগে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রী গণধ'র্ষণের শি'কার হয়। এতে ওই ছাত্রী অন্তঃস'ত্ত্বা হয়ে পড়েছে।

নি'র্যা'তিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে সেনবাগ থা'নায় নারী ও শিশু নি'র্যা'তন দমন আইনে দুইজনকে আ'সামি করে মাম'লা দায়ের করেন। এ ঘটনায় এক যুবককে গ্রে'ফতার করেছে পু'লিশ।

রোববার সকাল ৮টার দিকে অ'ভিযুক্ত যুবককে উপজেলার কানিলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রে'ফতার করা হয়েছে।

Interesting For You

গ্রে'ফতার ছেরাজুল হক মামুন (৩০) উপজেলার কাবিলপুর ইউনিয়নর পূর্ব কাবিলপুর গ্রামের মিজিবাড়ির এনাম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

মাম'লার এজাহার ও পু'লিশ সূত্রে জানা যায়, ১৮ জুলাই প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রীকে মামুন ও তার সহযোগী কামাল হোসেন সাদ্দাম জোরপূর্বক মুখ চেপে একটি ঘরের পেছনে নিয়ে পালাক্রমে ধ'র্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী ১২ স'প্ত াহের অন্তঃস'ত্ত্বা হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রোববার সকালে সেনবাগ থা'নায় অ'ভিযোগ করলে পু'লিশ তাৎক্ষণিক অ'ভিযুক্ত ধ'র্ষক মামুনকে গ্রে'ফতার করে।

সেনবাগ থা'নার ওসি আব্দুল বাতেন মৃ'ধা জানান, গ্রে'ফতারকৃত আ'সামিকে নারীও নি'র্যা'তন মাম'লায় গ্রে'ফতার দেখিয়ে আ'দালতে পাঠানো হয়েছে। অ’পর আ'সামিকে গ্রে'ফতারে চে'ষ্টা চালাচ্ছে পু'লিশ।