
এবার নারীঘটিত ভিডিও কেলেঙ্কারিতে জড়ালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থা'না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপ'ত্তিকর ভিডিও জনসম্মুখে চলে এসেছে। তবে কে বা কারা' এই ভিডিও ধারণ করেছে তা নিয়ে আছে ধোঁয়াশা। ভিডিওকে কেন্দ্র করে সবুজবাগ থা'না আওয়ামী লীগের ভেতরে চলছে দ্বন্দ।
ফাঁ'স হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ২০-২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে আওয়ামী নেতা চিত্ত রঞ্জন দাস অ'শালীন ভঙ্গিতে আচরণ করছেন। কেউ গোপ'নে ভিডিও ধারণ করে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
চিত্ত রঞ্জন দাসের ওই আপ'ত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তার প্রতি দলীয় নেতাকর্মীর পুরাতন ক্ষো'ভ নতুন করে বেরিয়ে আসছে।
সবুজবাগ থা'নার একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী জানান, আগে থেকেই চিত্ত রঞ্জন দাসের চারিত্রিক ত্রুটি ছিল। তার এমন নৈতিক অধঃপতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে তাদের বক্তব্য দল হিসেবে আওয়ামীলীগ কোনোভাবেই ব্যক্তি চিত্ত রঞ্জন দাসের অনৈ'তিক কর্মকাণ্ডের দায় নেবে না। তাকেই এর দায়ভার বহন করতে হবে।
সবুজবাগ থা'না আওয়ামী লীগের সভাপতি জামিরুল ইসলাম গণমাধ্যমে বলেন, চিত্ত রঞ্জন দাসের মতো একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরের কাছ থেকে এমনটা কাম্য নয়। ওই ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষু'ব্ধ ও মর'্মা'হত।
অবশ্য এখন সবুজবাগ থা'নার ওসি বি'ষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন। যদিও অ'ভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বা'স তার।
সূত্রঃ ফেসদ্যপিপল