বাবা পরিচয়হীন সন্তানকে বড় করবে নুসরাত

কলকাতার সাংসদ নায়িকা নুসরাত জাহান মা হয়েছেন। গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন ঈশান। নুসরাতের মাতৃত্বকালীন পুরো সময় পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ।

তবে তার সন্তানের বাবার নাম এখনো প্রকাশ করেননি। সে নিয়ে আলোচনার শেষ নেই। নুসরাত সিঙ্গেল মা'দার হিসেবেই ছেলের দায়িত্ব পালন করে যেতে চান।

নায়িকা জানিয়েছেন, ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিয়ম মেনে যে কোনো ‘সিঙ্গেল মা'দার’ তার নিজের পরিচয়ে সন্তানের জন্মসনদ বের করতে পারেন। পৌরসভার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন নুসরাতকে।

Interesting For You

ছেলের জন্মসনদে শুধু মায়ের নাম রাখতে হলে কী করতে হবে তা জানতে কলকাতা পৌরসভায় হাজির হয়েছিলেন নুসরাত। সঙ্গে ছিলেন তার ‘বিশেষ বন্ধু’ অ'ভিনেতা যশ দাশগু''প্ত । পৌরসভায় গিয়ে ছেলে ঈশানের জন্মসনদে অ'ভিভাবক হিসেবে শুধু মায়ের নাম রাখার কথা জানান নুসরাত।

তখন পৌরসভার কর্মকর্তারা জানান, নুসরাত চাইলে সিঙ্গেল মা'দার পরিচয়ে সন্তানের অ'ভিভাকত্ব নিতে পারেন। সে অনুযায়ীই ব্যবস্থা হচ্ছে বলে জানা গেছে।

সেই কাজ শেষে নুসরাত ও যশ দুজনই করোনা প্রতিরোধের টিকার প্রথম ডোজ নিয়েছেন।