যুবককে গাছে বেঁধে নির্যাতন প্রেমের অপবাদ, ভাইরাল ভিডিও

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ডিস ব্যবসায়ী আরিফিন রেজাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মা'রধর করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার অ’পরাধে গ্রাম্য মোড়ল ফারুকসহ কয়েকজন তার ওপর অমান'বিক নি'র্যা'তন চালায়। এ ঘটনায় রেজার বাবা গাংনী থা'নায় অ'ভিযোগ দিলেও মাম'লা নেয়া হয়নি।

এদিকে মা'রধরের সেই অমান'বিক ঘটনার ভিডিও প্রকাশ হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সালিশের নামে মা'রধর আর জরিমানা আ'দায়ের ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Interesting For You

আরিফিন রেজার বাবা কামাল হোসেন জানান, রেজাকে মা'রধর করে সালিশ বৈঠকে ফাঁ'কা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করে ৭০ হাজার টাকা জরিমানা আ'দায়ের পাঁয়তারা করছে ফারুক হোসেনসহ কয়েকজন। এক মা'দরাসা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অ’পবাদ দিয়ে বুধবার রাতে রেজাকে বেধড়ক মা'রপিট করা হয় বলে অ'ভিযোগ করেছেন রেজা ও তার পরিবার।

রেজার পারিবারিক সূত্র জানায়, ডিস ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ফারুকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। সালিশে উপস্থিত ব্যক্তি ও মূলহোতা ফারুকের শা'স্তিরও দাবি করেন তারা।

গাংনী থা'না পু'লিশের ওসি বজলুর রহমান জানান, আরিফিন রেজার পরিবারের অ'ভিযোগের বি'ষয়ে তদ'ন্ত করা হচ্ছে।