
অ'ভিনেত্রী রাফিয়াথ র'শিদ মিথিলা এখন কলকাতায় অবস্থান করছেন। অবশ্য স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে বিভিন্ন জায়গায়ও যাওয়া হচ্ছে।
এর পাশপাশি নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এবার কলকাতার আরেকটি ছবিতে চুক্তিব'দ্ধ হয়েছেন তিনি।
সিনেমাটির নাম ‘নীতিশাস্ত্র’। এটি মূলত একটি অ্যান্থলজি বা অমনিবাস চলচ্চিত্র। যেটা চারটি ছোট গল্পের সমন্বয়ে নির্মিত হবে। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অরুণাভ খাসনবিশ।
মিথিলা বলেন, এখানকার সবার কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর চরিত্র দেখে কাজ বেছে নিচ্ছি। এখানে আমাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাব'ে।
সিনেমায় মিথিলার গল্পটির নাম ‘ধী’। ছবিতে মিথিলা ছাড়া আরও অ'ভিনয় করবেন ইমন চক্রবর্তী, বিদী'প্ত া চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ।
২৫ সেপ্টেম্বর থেকে ‘নীতিশাস্ত্র’র ইউনিটে যুক্ত হবেন মিথিলা। এটি শেষ করেই অক্টোবরের শুরুর দিকে শুরু হবে রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’-এর কাজ। মাসের শেষ নাগাদ ঢাকায় ফেরার কথা রয়েছে এই অ'ভিনেত্রীর।
ডেইলি বাংলাদেশ/