
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ৪২ বছর বয়সে পদার্পন করেছেন। তবে এখনও তিনি বিয়ে করেননি। সম্প্রতি জানিয়েছিলেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি।
১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান পপি। এরপর মডেলিং থেকেই চলচ্চিত্রে পা রাখেন এই গ্ল্যামা'রাস তারকা। আমা'র ঘর আমা'র বেহেশত ছায়াছবিতে অ'ভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।
পপির প্রথম মুক্তিপ্রা'প্ত চলচ্চিত্র কুলি। এই চলচ্চিত্রে তার বিপরীতে অ'ভিনয় করেন ওমর' সানি। ছবিটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবস্যা করে মাইলফলক করে। এরপর রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, মান্নার বিপরীতে কে আমা'র বাবা ও লাল বাদশা, 'ক্ষেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগু'লোও ব্যবসাসফল হয়। মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অ'ভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।
এই ছায়াছবিতে আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুন ভাবে তুলে আনেন রুবেল এর সঙ্গে জুটি গড়ে। একে একে তার সাথে অ'ভিনয় করেন ২২টি ছায়াছবিতে। সেসময় আবেদনময়ী নায়িকা হিসেবে একচেটিয়া ব্যবসা সফল সিনেমা করেন তিনি।
কারা'গার সিনেমায় এতে টোকাই চরিত্রে অ'ভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অ'ভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মেঘের কোলে রোদ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অ'ভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এদিকে পরিচালক-প্রযোজকদের ফাসিয়ে গত কয়েকমাস উধাও ছিলেন ঢাকাই সিনেমা'র জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। অনেকেই বলছেন, তিনি বিয়ে করেছেন।
ডেইলি বাংলাদেশ/