
জামালপুরের ইসলামপুরে সহকারী শিক্ষিকাকে ধ'র্ষণ চে'ষ্টার অ'ভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরু'দ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা বিচার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অ'ভিযোগ করলে প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলার চরপুটিমা'রি ইউনিয়নের টাবুরচর শেখের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। তারই ধা'রাবাহিকতায় চরপুটিমা'রী ইউনিয়নের টাবুরচর শেখের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রা'প্ত প্রধান শিক্ষক ফরুকুজ্জামান বিপ্লব গত বুধবার বিদ্যালয়ে আসেন। এ সময় বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষিকাও আসেন। তাকে একা পেয়ে বিদ্যালয়ের একটি কক্ষে ধ'র্ষণের চে'ষ্টা করেন।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্ম'দ ফেরদৌস ঘটনার সত্যতা শি'কার করে বলেন, ওই শিক্ষিকা বুধবার 'বিকেলে আমা'র কাছে একটি লিখিত অ'ভিযোগ নিয়ে আসেন। এ ঘটনায় বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে তদ'ন্ত করে আমর'া সত্যতা পাই। পরে বি'ষয়টি আমর'া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) স্যারকে জানাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভারপ্রা'প্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামান ওই সহকারী শিক্ষিকাকে উত্য'ক্ত করে আসছিল। ঘটনাটি ভুক্তভোগী শিক্ষিকা ক্লাস্টার এটিওকেও অবহিত করেছিলেন। কিন্তু কোনো বিচার হয়নি।
ভারপ্রা'প্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চে'ষ্টা করা হলে তিনি ফোন রিসিভি করেনি।
ডেইলি বাংলাদেশ/