দীর্ঘদিনের প্রেমিকা পুনম যশের বাড়ি ছাড়লেন

টালিউড অ'ভিনেত্রী নুসরাতের সঙ্গে প্রেম, সন্তান জন্ম দেওয়ার সময় হাসপাতালে উপস্থিত থাকাসহ নানা কারণে আলোচনায় উঠে এসেছেন অ'ভিনেতা যশ দাশগু''প্ত । এবার ফের সংবাদমাধ্যমের খবরে নাম এলো যশের। তার দীর্ঘদিনের সঙ্গী পুনম ঝা তার বাড়ি ছেড়েছেন।

ইনস্টাগ্রামে সাদা-কালো ছবি দিয়ে পুনম লিখেছেন, রঙিন ছবি যেমন বর্ণনা করতে পারে, তেমনই সাদা-কালো ছবি অনেক অন্য রকম কথা বলে। সাদা-কালোকেই অবশেষে কথা বলার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন পুনম।

কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, যশের বাড়িতেই তার বাবা, মা আর যশের আগের পক্ষের ছেলেকে নিয়ে থাকতেন পুনম। যশের সিনেমায় পদার্পণ থেকে তার রাজনৈতিক কার্যাব'লি- সব কিছুতেই তার সি'দ্ধান্ত আর ভাবনা গু'রুত্ব পেয়েছিল। যশের জীবনের সব ‘ভালো’র দায়িত্ব স্বেচ্ছায় নেওয়া সেই পুনম অবশেষে যশের বাড়ি ছাড়লেন।

Interesting For You

কোনোদিন তিনি নিজের বা যশের বি'ষয়ে মুখ খোলেননি। কোনোভাবেই সংবাদমাধ্যমের সামনে আসেননি। শোনা যায়, বিজেপির তৎকালীন সহসভাপতি মুকুল রায়ের সঙ্গে যশের সাক্ষাৎকারও তার উপস্থিতিতেই হয়েছিল। তার পরেই যশ বিজেপিতে যোগ দেন এবং বিধানসভা ভোটে দাঁড়ান। হুগলির চণ্ডীতলা থেকে যশ ভোটে লড়েছিলেন বিজেপির টিকিটে। যদিও তিনি শেষ পর্যন্ত হেরে যান। সেই সময়েও তার দেখভাল করতেন পুনম।

পুনমের চলে যাওয়ার বি'ষয়ে ওয়াকিবহাল লোকজন বলছেন, যশের জীবনে নুসরাত জাহানের প্রবেশের পর্যায় থেকে তার মা হওয়া এই ঘটনাপ্রবাহই সম্ভবত পুনমের মন ভেঙে দিয়েছে।

যশ এর আগে একটি বিয়ে করেছিলেন। পরবর্তীকালে যশের স্ত্রী যশের নামে শারীরিক নি'র্যা'তনের অ'ভিযোগ করলে যশকে হাজতবাস করতে হয়েছিল। ঘটনাটি ঘটেছিল যশ অ'ভিনীত ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের সময়। পরে সেই কেস ধামাচা’পা পড়ে যায়। এরপর বহুদিন অবধি এসভিএফ-এর ক্রিয়েটিভ ডিরেক্টর পুনম ঝায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন যশ।