
পাকি'স্তানি অ'ভিনেত্রী সাবা কামা'র ও গায়ক বিলাল সাঈদ লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিও শুটিং করেছেন। অ'ভিনেত্রী ও গায়ক লাহোরের ওয়াজির খান মসজিদে ‘অশোভন’ ক্রিয়াকলাপ করেছেন এমন অ'ভিযোগ এনে মাম'লা দায়ের করে পু'লিশ।
এমন অ'ভিযোগে পাকি'স্তানের একটি স্থানীয় আ'দালত তাদের বিরু'দ্ধে গ্রে'ফতারি পরোয়ানা জারি করেছে।
এফআইআরে বলা হয়েছে, তারা মসজিদের নাচের ভিডিও শুট করে সেখানকার পবিত্রতা ন'ষ্ট করেছেন। পাকি'স্তানের জনসাধারণও এই বি'ষয় নিয়ে ক্ষো'ভ প্রকাশ করেছিলেন।
সাবা বলেছিলেন, আমর'া একটি বিয়ের দৃশ্য শুট করেছিলাম। কিন্তু তার সঙ্গে কোনো গান ব্যবহার করা হয়নি বা পরবর্তী সময়েও প্রযুক্তির মাধ্যমে কোনো গান যোগ করা হয়নি।
২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা গিয়েছিল সাবা কামা'রকে। সেই সময় বেশ প্রশংসিত হয় তার অ'ভিনয়।
ডেইলি বাংলাদেশ