
টালিউডের সমীকরণ বোঝা কঠিন! শ্রাবন্তী চট্টোপাধ্যায় সে কথাই মনে করিয়ে দিলেন আরো একবার। বান্ধবী নুসরাত জাহানের প্রাক্তন নিখিল জৈনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। কিন্তু সেই সম্পর্ক ব্যক্তিগত নয়। সম্পূর্ণভাবে পেশাগত।
নিখিলের ব'স্ত্র বিপণির জন্য শুট করেছেন শ্রাবন্তী। কালো এবং বেগনি রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। খোলা চুল, লাল লিপস্টিকে তিনি সুন্দরী। শ্রাবন্তীর ছবিতে ঋণ স্বীকার দেখলে জানা যায় নিখিলের ব'স্ত্র বিপণির পোশাক পরেছেন তিনি। তার রূপটানের দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষাল। ঘটনাচক্রে তিনিও নুসরাতের কাছের বন্ধু। নিখিল এবং নুসরাতের বিয়ের অনুষ্ঠানে তাদের সঙ্গে সন্দীপও উড়ে গিয়েছিলেন তুরস্কে।
শ্রাবন্তীর ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন নিখিল। টলিউডের সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও নিখিলের ব'স্ত্র বিপণির হয়ে নিয়মিত শুট করেন। কিন্তু সেই তালিকায় হঠাৎ শ্রাবন্তীর নাম যোগ হল কীভাবে?
নিখিল বলেন, শ্রাবন্তী আমা'র ভাল বন্ধু। আমা'দের পোশাকগু'লি ওর ভাল লেগেছিল। তাই ও শুট করেছে।
শ্রাবন্তী এবং নুসরাতের বন্ধুত্ব কারো অজানা নয়। মাঝেমধ্যেই একসঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা যায় তাদের। নুসরাত অন্তঃস'ত্ত্বা থাকাকালীনও শ্রাবন্তী সব সময় তার পাশে ছিলেন। অথচ ‘বিয়ে’ নিয়ে প্রকাশ্য বিতণ্ডার পরেও শ্রাবন্তী তার বান্ধবীর প্রাক্তনের সঙ্গে কাজ করছেন। বলাই যায়, পেশার খাতিরে নিখিলের সঙ্গে নতুন সমীকরণ তৈরি হল শ্রাবন্তীর।
ডেইলি বাংলাদেশ